বুমরাহ এর বল এ কুপোকাত বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে ফলো অন এর দিকে
Friday, September 20, 2024
নিজস্ব সংবাদ: বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) কে প্যাভিলিয়নে ফিরিয়ে জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) আবারো মনে করিয়ে দিলেন সিংহ কে চোট এর ভয় দেখিয়ে বেশি দিন খাঁচায় বন্দি করে রাখা যায় না।
আজ ভারত বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন। কাল অপরাজিত অনবদ্য ইনিংস খেলার পর আজ সকালেই মাঠে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
কাল চা-বিরতির ঠিক পরপরই অশ্বিন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান। খুব কাছাকাছি ছিলেন রবীন্দ্র জাদেজাও। তবে গতকাল স্টাম্প হয়ে যাওয়ার কারণে শতরানে চাবুক ঘোরানো হয়ে ওঠেনি বাঁ-হাতি অলরাউন্ডারের। আজ সকালে প্রথমেই ৮৬ রানে তাসকিন আহমেদ এর বল এ আউট হয়ে ফিরে যান জাদেজা। তাই দ্বিতীয় দিনে খুব একটা বেশি রান যোগ করতে পারেনি টীম ইন্ডিয়া। তবে যে রান হয়েছিল তা চেন্নাই এর মতো পিচে বাংলাদেশ কে জব্দ করে দেবে সেটা আর কেউ না জানলেও জানতেন জসপ্রীত বুমরাহ।
আপাতত ৭ ওভার বল করে ৩ উইকেট নিয়েছেন নিজের ব্যাগ এ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম, লিটন দাস, ও হাসান মাহমুদ। বর্তমানে বাংলাদেশ ১১২ রান করে ৮ টি উইকেট হারিয়েছে। দ্বিতীয় দিনের চা বিরতির সময় এর আপডেট।
edit
No comments:
Post a Comment